নিজস্ব প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলাধীন এনায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল হোসেন এবং ভালুকা উপজেলাধীন উথুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় আয়োজিত ফাইনাল খেলা উথুরার সোনাউল্যাহ্ উচ্চ বিদ্যালয় ও কলেজে মাঠে আয়োজন করা হয়।
আয়োজিত এই ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসেব উপস্থিত ছিলেন ভালুকা উপজেলার মাননীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট ইমদাদুল হক সেলিম , সাধারণ সম্পাদক হারুন অর রশিদ , সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকন্দ বাবলু প্রমুখ।
অত্যন্ত আনন্দঘন পরিবেশে আয়োজিত এই ফাইনাল খেরার অনুষ্ঠানে দুই উপজেলার দুই ইউনিয়নের সর্বস্তরের উৎসুক জনতা উপস্থিত ছিলেন।খেলায় বিজয়ীর এবং রানার্স আপ এর মধ্যে পুরষ্কার বিতরণ হয়।