নিজস্ব প্রতিনিধি :
৬ নভেম্বর সোমবার ২০২৩ সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলাধীন ৯ নং এনায়েতপুর ইউনিয়নে সরকারি সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধ সংগঠক,গণপরিষদ সদস্য,সরকারি প্রতিশ্রুতি সম্পকিত সংসদীয় কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এমপি মহোদয়।
সভার সভাপতিত্ব করেন এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আইয়ুব আলী তরফদার এবং সভা সঞ্চালনা করেন এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমছর আলী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডাঃ তোফাজ্জল হোসেন,সহসভাপতি ও কুশমাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছুল হক,ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান খান,উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা নূরুল ইসলাম,ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ ওয়াদুদ আকন্দ দুদু,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মুন্নাফ, ফুলবাড়ীয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যাপক ফারজানা শারমিন বিউটি,রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম কিবরিয়া তরফদার শিমুল ,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান (জামান), উপজেলা তাতী লীগের সদস্য সচিব বিল্লাল হোসেন,পৌর ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা যুবলীগ নেত মোঃ সাকির আহমেদ খান, উপজেলা ছাত্রলীগ নেতা মুছা আলম প্রমূখ।