নিজস্ব প্রতিনিধি :
১৩/১১/২০২৩ইং মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ শুরু করা হয়। ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল এবং ৫ কেজি চাল ৪৭০ টাকায় বিক্রি হয়। সামগ্রী বিতরণের সময় খেরুয়াজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হারুন অর রশিদ সাহেব উপস্থিত ছিলেন।এসময় ট্যাগ অফিসার মোঃ রতন মাস্টার।এসময় ইউপি সচিব মোঃ ফজলুল হক, মহিলা ইউপি সদস্য, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান হারুন অর রশিদ সাংবাদিকদের জানান , খেরুয়াজানি ইউনিয়নের ১৩ শত ৭৯ জন দরিদ্র মানুষের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।