নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর নির্বাচন পরিচালনার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ৬ ডিসেম্বর ২০২৩ইং বুধবার সকাল ১০ টায় স্থানীয় কুটুমবাড়ি কনভেনশান সেন্টারে আয়োজিত এই সভায় ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এডভোকেট ইমদাদুল হক সেলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন এর সঞ্চালনায় ১৫১,ময়মনসিংহ-৬ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ মোসলেম উদ্দিন এমপি মহোদয়, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ এর সম্মানিত সভাপতি এহতেশামুল আলম মহোদয় , সাধারণ সম্পাদক এডভোকেট. মোয়াজ্জেম হোসেন বাবুল মহোদয় , সহ সভাপতি আলহাজ্ব এডভোকেট আব্দুর রাজ্জাক মহোদয় , যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস মহোদয় সহ উপজেলা আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।