নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলাধীন ফুলবাড়ীয়া টু গারোবাজার রোডের ভালুকজান ইউনিয়ন পরিষদ সংলগ্ন মোঃ আব্দুল্লাহ আল মামুন নামের এক শারিরীক প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার উপহার দেন ফুলবাড়ীয়া হেলথ এসিস্ট্যান্টএসোসিয়েশন এর সাধারণ সম্পাদক এবং ফুলবাড়ীয়া হেল্পলাইন এর এডমিন শাকিল চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন বাক্তা ইউনিয়ন তাতীলীগের আহ্বায়ক মোঃ চান মাহমুদ সরকার(মাহমুদ), তোফাজ্জল মাস্টার,প্রমূখ।শারিরীক প্রতিবন্ধী মোঃ আব্দুল্লাহ আল মামুন জানায় হুইলচেয়ার উপহার পেয়ে সে অনেক খুশি, সেই সাথে শাকিল চৌধুরী ভাইকে ধন্যবাদ ।