Mymensingh Bd News24 :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে:ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিমা বেগম সালমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার ইসিতে আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এর আগে গত ৩০ নভেম্বর বিকালে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।পরবর্তীতে গত ৪ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা।সেলিমা বেগম সালমা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন।