বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহ (বুধবার, ১৭ জানুয়ারি ২০২৪ খ্রি.);
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম এমপি আগামীকাল ১৮ তারিখ (বৃহস্পতিবার) ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলায় আসছেন। সকালে ঢাকা বনানীস্থ বাসভবন হতে ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করে দুপুর ১২:০০ টায় নান্দাইল উপজেলা পরিষদে অবস্থান করবেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দিনের কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি। তারমধ্যে দুপুর ১২:৩০ মিনিটে উপজেলা পরিষদে নান্দাইল উপজেলার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন। তারপর বিকাল ৩:০০টায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন মন্ত্রী। সফর শেষে পরদিন ১৯ তারিখ (শুক্রবার) সকালে ঢাকার উদ্দেশ্যে নান্দাইল ত্যাগ করবেন।
তথ্য সূত্র : Mymensingh Pid