ময়মনসিংহ সদর প্রতিনিধি:
আগামী ৯ই মার্চ আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ২৮ নং ওয়ার্ড আকুয়া দরবার শরীফ মরহুম সামদানী কোরায়শী স্যারের বাড়ির মাঠে বর্তমান কাউন্সিলর কায়ছার জাহাঙ্গীর আকন্দের এক নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বী, যুব সমাজ এবং মহিলা সহ বিপুল সংখ্যক সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়, ,,, উক্ত জনসভায় অএ এলাকার শ্রদ্দাভাজন ব্যাক্তি আলহাজ্ব আব্দুল্লাহ আল বাকী সাহেবের সভাপতিত্বে এবং সেলিম আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি জনাব কায়ছার জাহাঙ্গীর আকন্দ বলেন ২৮ নং ওয়ার্ড কে উন্নয়নের ধারা অব্যাহিত রাখতে, মাদক, চাঁদাবাস, জোয়ারী বোর্ড, সন্ত্রাস এর কার্যক্রম এই এলাকায় চলবে না, আমি একা নয় আপনারা সকলে মিলে সহযোগিতায় ইনশাআল্লাহ এখানে কেউ মাদক কারর্বারী করলে তাদের আইনের আওতায় এনে বিচার করা হবে, উন্নয়নের ধারা অব্যাহিত রাখতে আপনারা দেখেছেন, আমি গত টার্মে সফল কাউন্সিলরের দায়িত্ব পালন করতে চেষ্টা করেছি, এলাকাবাসীর হৃদয় জয় করতে চেয়েছি। ওয়ার্ডের জরাজীর্ণ রাস্তা সংস্কার, শিক্ষা বিস্তার, নিরবচ্ছিন্ন নাগরিক সেবাসহ একজন কাউন্সিলর হিসাবে বিগত ৫ বছরে দায়িত্ব যথাযথভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি । করোনাকালীন সময়ে মৃত্যু ঝুকি নিয়ে গরিব অসহায় মানুষের পাশে ছিলাম। তিনি আরো বলেন, আমার বাবা নাই, আপনারা আমার বাবা, ভাই, বোন ও আত্মীয় স্বজন আপনাদের নিয়েই আমি বেঁচে থাকার স্বপ্ন দেখি এই ২৮ নং ওয়ার্ড কে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করবো ইনশা আল্লাহ, আপনাদের সহযোগিতায়, বিগত ৫ বছর আমি নিজেকে জনগণের সেবক মনে করে কাজ করেছি। আমি সবসময় একটা কথা মাথায় রেখেছি- জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি জনগনের সাথে ছিলাম, আছি এবং থাকব। জনগণ যদি আমাকে পুনরায় নির্বাচন করেন তাহলে আমি আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ পাবো। ওয়ার্ডের সকল জনসাধারণ জানে কে ওয়ার্ডবাসীর প্রয়োজনে তাদের সঙ্গে থাকবে। তিনি আরো বলেন,আপনারা জানেন জনমানুষের উন্নয়নে কাজ করতে গিয়ে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে আগামী ৯মার্চ আমাকে ভোট দিয়ে পুনরায় কাউন্সিলর নির্বাচিত করবে। ইনশাল্লাহ আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো আপনারা আমার কাছে য়ারা যে সহযোগিতা ও যোগাযোগ করেছেন আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মত চেষ্টা করেছি,, সব সময় নিজিকে আপনাদের সেবা করার জন্য বিলিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের পাশে থাকবো, তাই ২৮ নং ওয়ার্ড বাসীর কাছে সুষ্ঠু সুন্দর, মনোরম পরিবেশ ও মডেল ওয়ার্ড করার জন্য আগামী ৯ই মার্চ পুনরায় আমাকে কাউন্সিলর হিসাবে জয়যুক্ত করুন, পরে সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে জনাব কায়ছার জাহাঙ্গীর আকন্দের পক্ষে ভোট পার্থনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।