MYMENSINGH BD NEWS24 :
শুক্রবার (৩১ মে ২০২৪ খ্রি.) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয়ের ময়মনসিংহ জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার), পিপিএম মহোদয়। এসময় মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে সার্কিট হাউজ ময়মনসিংহে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকষ পুলিশ দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ ও ময়মনসিংহ জেলার বিচার বিভাগ ও জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় ময়মনসিংহ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ময়মনসিংহ জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাগনের উদ্দেশ্যে অভিভাষণ প্রদান করেন।