MYMENSINGH BD NEWS24 :বিশেষ প্রতিনিধি: কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ও উপজেলা আ‘লীগের আংশিক কমিটির সভাপতি জাকির হোসেনের এমপির বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, লুটপাটের অভিযোগ এনে উপজেলা আ‘লীগের আংশিক কমিটির অধিকাংশ নেতাকর্মীরা এই সংবাদ সম্মেলন পালন করেন। বৃহস্পতিবার ১১ জুলাই দুপুর ২ টার দিকে উপজেলা আ‘লীগের একাংশ কমিটির আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে উপজেলা আ‘লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ্ নেওয়াজ তুহিন লিখিত বক্তব্য পাঠ করে শোনান ও তাতে উল্লেখ করেন, সাবেক প্রতিমন্ত্রী জাকিরের শাসনামলে ও পদ পদবীর ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করা, দুর্নীতি, লুটপাট, সরকারি ভুমি দখল, চর দখল, কবরস্থান দখল, মায়ের মাজারের নামে পাহাড় দখল, সরকারি জায়গা দখল, এলসি পয়েন্ট তুরা রোডে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব নামে শিক্ষা প্রতিষ্ঠানের নামে জায়গা দখল, ১ নং খতিয়ান ভুক্ত জমি দখল, সহকারি কমিশনার ভুমির কার্র্যালয়ে জমি দখল, উপজেলা প্রাণী সম্পদের জায়গা দখল করে বহুতল ভবন নির্মান, অবৈধভাবে বালু উত্তোলন, ছেলের নামে হাট বাজার ইজারা গ্রহণ, গরু হাটিতে অতিরিক্ত টোল আদায়, পিস্তল উচিয়ে গরিব মানুষের জায়গা দখলসহ নানা অপকর্মের লিপ্ত থাকেন বলে উল্লেখ্য করেন। এছাড়াও দলীয় প্রভাব খাটিয়ে ও ক্ষমতার অপব্যবহার করে সাংগঠনিকে পারিবারিব করণ, দলীয় নেতাকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরন করা। দলীয় নেতাকর্মীদের মাঝে কোন্দল সৃষ্টি করে দলের মধ্যে বির্তকিত হয়ে পড়েন তিনি। ফলে দলীয় সাংগঠনিক ও সরকারের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হচ্ছে।