Mymensingh Bd News24:
গত ১০/১০/২৪ইং বৃহস্পতিবার হালুয়াঘাট বন্যার্ত এলাকায় ৮০০ পরিবারের জন্য মানুষের জন্য সারারাত খাবার রান্না ও ত্রাণ প্যাকেটিং করে ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘ এর স্বেচ্ছাসেবী সদস্যবৃন্দ। গত ১১/১০/২৪ শুক্রবার,সকাল ৭ টায় ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খাইরুল ইসলাম খান এর নেতৃত্বে দুইটা টিম ময়মনসিংহের হালুয়াঘাটের বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম যাত্রা শুরু করে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যানসহ কার্যকরী কমিটির আরাফাত হোসেন,মোরশেদ খান ও অন্যান্য সম্মানিত সদস্যগণ একটানা দুইদিন এই মহৎ উদ্যোগ সম্পন্ন করে ১৩/১০/২৪ রাত ১-টায় বিতরণ শেষে ফিরে । তাদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ফুলবাড়ীয়া-সহ হালুয়াঘাটের স্থানীয় বাসিন্দারা। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব খাইরুল ইসলাম খান জানায় ফুলবাড়িয়া একতা শক্তি যুব সংঘ একটিসম্পূর্ণ অসাম্প্রদায়িক,অরাজনৈতিক, জনকল্যাণমুখী ও মানবিক সংগঠন। ভবিষ্যতে মানবসেবার এই প্রত্যয়ে কাজ করে যাবে সংঘঠনের সদস্যরা।