MYMENSINGH BD NEWS24:
নকলনবিশদের অব্যাহত কর্মবিরতিতে সারাদেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। ফুলবাড়ীয়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ের নকলনবিশদের সূত্রে জানা গেছে, চাকরি স্থায়ীকরণ দাবিতে দীর্ঘদিন ধরে সারা দেশের নকলনবিশেরা আন্দোলন করে আসছে তারই ধারাবাহিকতায় ফুলবাড়ীয়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ের ৭০ জন নকলনবিশও নানা কর্মসূচি পালন করেছেন । এর অংশ হিসেবে তাঁহারা কর্মবিরতি পালন করছেন। নকলনবিশরা বলেন, দলিলের নকল বাবদ সরকার দলিল পেতে ইচ্ছুকদের কাছ থেকে প্রতি পাতার জন্য ৪০ টাকা নেয়। এই কাজটি নকলনবিশেরা করলেও এ জন্য সরকার তাঁদের দেয় মাত্র ২৪ টাকা।গত বৃহস্পতিবার চাকরি স্থায়ীকরণ ও বকেয়া পারিশ্রমিকের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নকলনবিশেরা সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। উপজেলার বাক্তা গ্রামের একজন সেবাগ্রহীতা আমিনুল ইসলাম বলেন, জরুরি ভিত্তিতে তাঁর টাকার প্রয়োজন। এ জন্য তিনি তাঁর জমি বিক্রির জন্য ক্রেতার সঙ্গে সবকিছু পাকা করেছেন।
কিন্তু নকলনবিশদের কর্মবিরতির কারণে ক্রেতাকে জমির দলিল দিতে পারছেন না।এ জন্য জমিটি নিবন্ধন করাও সম্ভব হচ্ছে না। ফলে ক্রেতার কাছ থেকে তিনি টাকাও পাচ্ছেন না। ফুলবাড়ীয়া সাব-রেজিস্ট্রি কার্যালয়ের সাব-রেজিস্ট্রার ওমর ফারুক বলেন, নকলনবিশদের কর্মবিরতির ফলে এ কার্যালয়ের স্বাভাবিক কাজকর্ম চরমভাবে ব্যাহত হচ্ছে।