নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীর শিক্ষা-দীক্ষা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর আকুয়া জুবলি কোয়ার্টার মোড়ে অত্র প্রতিষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক হামিদুর রহমান রবিন। এরপর মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সবশেষে ৫৪তম বিজয় দিবস উপলক্ষে কাটেন অতিথিরা।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুরুল হক পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা মুহাম্মদ নগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও শিক্ষা-দীক্ষা স্কুলের ম্যানেজিং ডিরেক্টর সালাহ্ উদ্দিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক আশিক ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আসাদুজ্জামান, সিনিয়র শিক্ষক দেলোয়ার হোসেন বাচ্চু, সহকারী শিক্ষক মো. মোর্শেদ, দিলরুবা আক্তার, শাহরিয়ার আজিজ তায়ীব, এনায়েত কবির রাব্বী, সোনিয়া আক্তার প্রমুখ।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থি ছিলেন সিনিয়র শিক্ষক সেলিম রেজা, সহকারী শিক্ষক রমজান আলী, মাহমুদা আক্তার, হাফসা বেগম, তাকলিমা তানভীর স্নিগ্ধা, আফিয়া বিনতে মনির, নুসরাত জাহান, শারমিন শিলা, তানজুম নওশীন শিফা, আক্তারা খাতুন, সুলতানা আক্তার, কামনা আক্তার মনি, শারমিন আক্তার শিলা, মাহমুদা আক্তার, সাবরিনাসহ আরো অনেকে।#