বিশেষ প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুরে সোহাগ চৌধুরী হত্যা মামলার প্রধান আসামী’সহ ০৪জন‘কে গ্রেফতার করেছে র্যাব ১৪। উল্লেখ্য যে, বাদী মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী (৪২), পিতা-মৃত আবুল কাশেম চৌধুরী, সাং-বাঁশাটি,
থানা-গৌরীপুর,জেলা-ময়মনসিংহ এর গত ০৮ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখের দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, গত ২৭ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ বিকাল অনুমান ০৫.০০ ঘটিকায় পূর্ব শক্রতার জেরে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন ডৌহাখলা ইউনিয়নের ডৌহাখলা উচ্চ বিদ্যালয় মোড়ে রাস্তায় এসে বাদীর সহোদর সোহাগ চৌধুরী(২৮) কে বিবাদীগণ পথরোধ করে প্রথমে গালিগালাজ করে। একপর্যায়ে, দেশীয় ধারালো অস্ত্র দ্বারা উপর্যুপরি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে।পরবর্তীতে তার পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। পরবর্তীতে গত ০৫ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত ১১.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম সোহাগ চৌধুরী (২৮)‘
মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের বড় ভাই মোঃ মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন,যার মামলা নং-০৫,তারিখঃ ০৮/১২/২০২৪ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০। ঘটনার পর র্যাব-১৪, সিপিএসসি,ময়মনসিংহ ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে। এরই প্রেক্ষিতে, র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮,সিপিসি-৩, মাদারীপুর এর সহায়তায়
শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায় অভিযান পরিচালন করে সোহাগ চৌধুরী হত্যা মামলায় এফআইআর ভুক্ত ১নং আসামী মোঃ মেহেদী হাসান (২৪), ২নং আসামী এহসানুল হক মিলন (২২), উভয় পিতা- মোঃ জয়নু্দ্দিন ওরফে টিক্কা, উভয় সাং-কদিম ডৌহাখলা, ১৩নং আসামী মামুন (২২), পিতা-কোরশেদ আলী,সাং-রাজিবপুর
,সকলের থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর এক অভিযানে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ‘র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, সিপিএসসি,
পতেঙ্গা চট্টগ্রাম এর সহায়তায় সিএমপি চট্টগ্রামের পাচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালন করে সোহাগ চৌধুরী হত্যা মামলায় এফআইআর ভুক্ত ৪নং আসামী মোঃ রাকিবুল ইসলাম (৪৫), পিতা-মৃত মনির উদ্দিন, সাং-কদিম ডৌহাখলা, থানা-গৌরীপুর,জেলা- ময়মনসিংহ ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদের‘কে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।