Mymensingh Bd News24 :
দেশের ৫১৬টি সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা চাকরি জাতীয়করণের ১ দফা দাবি নিয়ে টানা ১৬ দিনের ন্যায় অবস্থান কর্মসূচি পালন করেন। কেন্দ্রীয় কর্মসূচীর ন্যায় সোমবার (৪ নভেম্বর) সকালে সাব রেজিস্ট্রার অফিস ফুলবাড়িয়া, ময়মনসিংহ এর সামনে কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেন।অবস্থান কর্মসূচিতে ফুলবাড়ীয়া সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকল নবিশদের চাকুরী জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেক সরকারের পালাবদল ঘটলেও নকল নবিশদের দাবি-দাওয়া আজো পূরণ করেনি কোন সরকার। তারা বলেন, সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন এক্সট্রা-মোহরার/নকল নবিশদের জাতীয়করণের দাবিতে ১৯৮২ খ্রিষ্টাব্দ থেকে আমরা আন্দোলন করছি সেই ধারাবাহিকতায় এই দফায় নকল নবিশদের লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। নকলনবিশ হায়দার আলী বক্তব্যে বলেন,বিগত প্রতিটি সরকারকে নকল নবিশদের চাকুরী জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেয়া হয়েছিল। একাধিকবার আশ্বাস দিলেও নকল নবিশদের দুঃখ-দুর্দশা লাঘব হয়নি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাব-রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার নকল নবিশদের চাকরি জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার আহ্বান জানান। অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন বাংলাদেশ এক্সট্রা-মোহরার (নকল নবীশ) এসোসিয়েশনফুলবাড়ীয়া,ময়মনসিংহের সভাপতি মো. কবির হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহকায়নী তৌহীদ,সভাপতি হুমায়ুন কবির হোসেন বর্তমান সরকারের কাছে দ্রুত সাব-রেজিস্ট্রি অফিসের এক্সট্রা মোহরার নকল নবিশদের চাকরি জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার অনুরোধ জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল নকল নবিশগণ।