ময়মনসিংহ বিডি নিউজ২৪:ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসোফি অনার্স মাস্টার্স শেষ করে বিভিন্ন কলেজে অধ্যক্ষ হিসাবে সুনামের সাথে কর্মরত ছিলেন । তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশে এসআই পদে ভর্তি হয়ে রাজধানীর মতিঝিল থানায় পিএসআই হিসাবে যোগদান করেন। পরে বিভিন্ন সময়ে তেজগাঁও, মিরপুর,সাভার,ধামরাই,মানিকগঞ্জ থানায় কর্মরত ছিলেন।পুলিশ পরিদর্শক হয়ে ওসি হিসাবে জয়দেবপুর,টঙ্গী, ত্রিশাল,ভালুকা,ফুলবাড়িয়া বর্তমানে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় কর্মরত আছেন ।
৩টি পিপিএম প্রাপ্ত হন ফিরোজ তালুকদার, ২০১৮ সালে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মুফতি হান্নান ও ১৯জন যাবৎ জীবন সহ কাশিমপুর যাওয়ার পথে টঙ্গী চেরাগ আলী হতে প্রিজন ভ্যান থেকে আসামি ছিনিয়ে নেওয়া বোমা মারার অপরাধে অস্ত্র সহ দুইজন কে আটক করে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করায় পিপিএম প্রাপ্ত হন। ২০১৪ সালে ত্রিশালের সাবেক এমপি আবু তাহেরের ছেলে হত্যার আসামী ও আন্তর্জাতিক মানের জঙ্গি গ্রেফতারে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পিপিএম প্রাপ্ত হন।২০০১ সালে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী খুনি সুইডেন আসলাম কে গ্রেফতার সুবাদে পিপিএম প্রাপ্ত হন।এছাড়াও আইজিপি,ডিআইজি,পুলিশ সুপারের কাছ থেকে বিভিন্ন সময়ে পুরস্কৃত হন ওসি ফিরোজ তালুকদার। সিটিজেন ইনফরমেশন মেনেজমেন্ট সিস্টেম বাংলাদেশের সেরা থানা হিসাবে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা প্রথম স্থান অর্জন করে।
কর্মরত জীবনে তিনি সকল জায়গায় সুনামের সাথে কাজ করেছেন।