Mymensingh Bd News24
বৃহস্পতিবার ২৬ আগষ্ট ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি হিসাবে যোগদান করেছেন মোঃ সফিকুল ইসলাম। এর আগে তিনি ভালুকা থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসাবে দায়িত্বরত ছিলেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি ডিবি কার্যালয়ে এলে ডিবির পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক আহমেদ ও সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। এ সময় ডিবির অন্যান্য অফিসারগণ সাথে ছিলেন।
পরে নবাগত ওসি মোঃ সফিকুল ইসলামকে মিষ্টিমুখ করান ডিবির অফিসারগন। এ সময় নতুন ওসি তার অধীনস্থদেরকেও মিষ্টি খাইয়ে দেন। পরে নবাগত ওসি ডিবির অফিসার সহ সকল ফোর্সদের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় নবাগত ওসি ডিবি পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।