Mymensingh Bd News24
ফুলবাড়ীয়ার ফলিয়ার খাল পানি ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে সাদ্দাম হোসেন খান ও সাধারন সম্পাদক পদে আবু রায়হান রিপন নির্বাচিত।
এতে ৫৬২ জন ভোটারের মধ্যে ৪৮৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে মোঃ সাদ্দাম হোসেন খান ২৯৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ শরীফ আজাদ চেয়ার প্রতীক নিয়ে পান ১৭১ ভোট।
অপর দিকে সাধারন মোঃ আবু রায়হান রিপন অানারস প্রতীক নিয়ে ২৯৫ ভোট পেয়ে সাধারন সম্পাদক পদে বিজয়ী হোন তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ শামছুর রহমান সুমন কলসী প্রতীক নিয়ে পান ১৭৪ ভোট।
এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, কোষাধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা খাঁন, সদস্য মোঃ আব্দুল্লাহ, কে.এম মাসুদ রানা, নজরুল ইসলাম (সুরুজ), মোঃ সাইদুল ইসলাম, মহিলা সদস্য আঞ্জুমান আরা, কামরুন নাহার (লাকী), মোছাঃ সোরাইয়া আক্তার, মোছাঃ শেফালী বেগম।