Mymensingh Bd News24
৪২তম বিসিএস (স্বাস্থ্য) পরীক্ষায় চুড়ান্তভাবে মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের ৭ শিক্ষার্থী, ফলে শিক্ষার্থী ও পরিবারের পাশাপাশি শিক্ষকদের মধ্যে আনন্দের শেষ নেই। নিজেদের ছাত্র-ছাত্রী সফল বা কৃতিত্ব অর্জন করলে শিক্ষকরা ও গর্ববোধ করেন তার উজ্জল দৃষ্টান্ত এটি।
দুরত্ব বিবেচনায় উপজেলা সদর থেকে আছিম একটি মফস্বল কিন্তু শিক্ষার সফলতা হিসাবে একটি একটি খুবই ভালো শিক্ষা প্রতিষ্ঠান। অত্র কলেজ সেভেন লাকী ডাক্তার হলেন। কলেজের সাবেক শিক্ষার্থী মোঃ সেলিম রেজা, মোঃ মাসুদ পারভেজ, তানিয়া স্বর্ণা, বিশ্বজিৎ চন্দ্র দাস, মোঃ শাফিকুল ইসলাম, জান্নাতুল রুবাইয়া এবং জান্নাতুল ফেরদৌসি জুই।
সাত জন ৪২ তম বিসি এস (স্বাস্থ্য) পরীক্ষায় চুড়ান্তভাবে মেডিকেল অফিসার নির্বাচিত হওয়ায় শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শিক্ষক ও কর্মচারিবৃন্দ।