Mymensingh Bd News24:
মোঃ মোস্তাফিজুর রহমান (শরীফ)
বিশেষ প্রতিনিধি।
ময়মনসিংহ।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৯নং এনায়েতপুর ইউনিয়নে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জি আই তার কাটিয়া সিমেন্টের খুঁটি ভাংচুর করে আনুমানিক ৭,০০,০০০/(সাত লক্ষ) টাকার ক্ষতি করে মামলার অভিযুক্ত আসামিরা।
আসামিরা হলোঃ ১.মুকবুল হোসেন পিতা মৃত মানুউল্লাহ ২.ইউনুছ আলী পিতা মৃত আবুল হোসেন ৩. হেলাল উদ্দিন পিতা মৃত মোবারক হোসেন ৪.জয়নাল আবেদীন পিতা মোঃ আঃ রহমান ৫. মোঃ জসিম উদ্দিন পিতা মোঃ আঃ রহমান ৬.সাদ্দাম হোসেন ৭. ফরহাদ হোসেন পিতা মোঃ জসিম উদ্দিন সাং এনায়েতপুর থানা ফুলবাড়িয়া – জেলা ময়মনসিংহ আরো ৪/৬ জন অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন,
মোঃ এফাজ্জল হোসেন পিতা- মোঃ আঃ খালেক মুন্সি সাং এনায়েতপুর নিশিন্দার পাড়,থানা – ফুলবাড়িয়া, জেলা – ময়মনসিংহ।
তিনি জানান আমার অনেক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। দীর্ঘ দিন দরে উনাদের সাথে আদালতে মামলা চলমান রয়েছে। সেই শত্রুতার জেরে আমার ভোগদখলীয় জমি বে- দখলের পায়তারায় লিপ্ত হইয়া গত ৪/০৭/২০২২ ইং উপরোক্ত ব্যক্তিরা আমার দখলীকৃত লেবু বাগানে অনধিকার প্রবেশ করিয়া ২০০ টি লেবুর গাছ কাটিয়া প্রায় ৭,০০,০০০/–(সাত লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। যাহা স্বাক্ষীগন বলতে পারবে। এ ছাড়াও আজ শনিবার ০৬ আগস্ট ২০২২ তারিখ সকালে প্রায় ৪০/৫০ লেবু গাছ কেটে ক্ষয়ক্ষতি করলো। এখন আমি কি করবো বুঝে পারছি না। এভাবেই দিনের পর দিন ক্ষয়ক্ষতি করেই যাচ্ছে।
জমির বর্ণনা মৌজা – এনায়েতপুর জেলনং-৮০
এসএ খতিয়ান- ৯১, সাবেক দাগ – ২০৪৪, ২০৪৫, ২০৪৬, ২০৪৭, ২২২১ = মোট জমি – ৫ এককর, ৫৫ শতাংশ। এস এ খতিয়ান :- ৯৪ সাবেক দাগ- ২২২১,২০৪৪,২০৪৫,২০৪৬,২০৪৭ মোট জমি- ২ এককর, ৬১ শতাংশ। এস এ খতিয়ান ৯৫
সাবেক দাগ:-২০৪৪,২০৪৫,২০৪৬,২০৪৭,২২২১ মোট জমিঃ- ২ এককর ৬১ শতাংশ। এস এ খতিয়ান ৯২ সাবেক দাগ – ২২২১,২০৪৭ মোট জমি :- ২ এককর ৬১ শতাংশ। এস,এ খতিয়ান মূলে মোট জমির পরিমানঃ- ১৩এককর ৩৮ শতাংশ মাত্র, পৈত্রিক সূত্রে আমার বি আরএস মূলে জমির পরিমানঃ- ২এককর ৫৫ শতাংশ জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হইয়া লেবু বাগান রোপন করিয়া ভোগদখলে আছি।
যাহার বি আর এস খতিয়ান – ১৭৭৫,১১২৯,৪৭৪ বিআর এস দাগ :- দাগ ১৮২৫৫, ১৮২৫৪, ১৮২৫৯, ১৮২৬০, জমির শ্রেনী কান্দা।