Mymensingh Bd News24:
প্রধানমন্ত্রী বলেন,আমি জানি এখন চক্রান্তকারীদের তৎপরতা অনেক বেশি। তবে যারাই তৎপরতা চালাচ্ছেন তাদের কার কী, সে খবরও আমি রাখি। আমার তো অচেনা কেউ নাই। তো তাদেরও বিষয় আমার জানা আছে। কিন্তু তারা তাদের চক্রান্ত করেই যাচ্ছে।২০১৪ সালের নির্বাচনের আগে করেছে, ২০১৮ সালের নির্বাচনের আগে করেছে। এখন ইলেকশন যতই সামনে আসছে আবার; মানে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে হবে। তাদের কী লাভ হবে জানি না। কিন্তু বাংলাদেশের মানুষের তো ক্ষতিই হবে।