Mymensingh Bd News24 :
বিশেষ প্রতিনিধিঃ- মোস্তাফিজুর রহমান (শরিফ)
ময়মনসিংহে ফুলবাড়িয়া থানা পুলিশের সাড়াশি অভিযানে জুয়া খেলার সরঞ্জাম, নগদ টাকা সহ ৬ জুয়ারি কে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন ফুলবাড়ীয়া থানা পুলিশ।যাহার মামলানং – ১৯ ধারা – ১৮৬৭ সালের জুয়া আইন ৩/০৪/১১। তাং ১৩/০৮/০২২ইং।ফুলবাড়িয়া থানার পুঁটি জানা ইউনিয়নে (কালারচর)নামক স্থান থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগত অর্থ সহ ৬জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেন ফুলবাড়িয়া থানা পুলিশ। আসামিরা হলেন ১. মোঃ নাজিম উদ্দীন(৪০)।পিতা মৃত সিরাজুল হক।২. মোঃ হযরত আলী(৫৫)পিতা মৃত – কলিমউদ্দিন সরকার ৩. হেলাল উদ্দিন (২৪)পিতা -আলফাজ উদ্দিন৪. খোরশেদ আলম – ৫জাহাঙ্গীর আলম উভয় পিতা – শহিদুল ইসলাম ৬.মো বাচ্চু মিয়া (৩৮)পিতা – রহমত আলী সাং কালারচর
এই মর্মে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবুল কালাম আজাদ জানান
জুয়ারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।