Mymensingh Bd News24
গত ২২.০৯.২০২২ ইং তারিখে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলাধীন ৭নং বাক্তা ইউনিয়নের তালতলা গ্রামে এক ভিক্ষুকের ঘর ভেঙ্গে নিয়ে গেলো বাক্তা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল।
ভিক্ষুক মালেকা সাংবাদিকদের জানান, আমি গরিব মানুষ, আমি অসহায় অবস্থায় আমার বাবার বাড়িতে আসি এমতাবস্থায় আমার ভাই আমাকে তার ক্রয়কৃত জমিতে বসবাস করার জন্য দেন পরে আমি একটি ঘরে তৈরি করে বসবাস করে আসতেছিলাম, ভালোই ছিলাম, গরীব মানুষ, মানুষের বাড়িতে কাজ করি, আবার কাজ না থাকলে ভিক্ষা করি, দিন কাটিয়ে আসছিলাম, হঠাৎ করেই বাবুল মাষ্টার আমাদের কাছে টাকা দাবি করে, কিন্তু আমরা টাকা দিতে ব্যর্থ হই, এক সময় বাবুল মাষ্টার সহ সহযোগীরা আমাদের হুমকি দিতে শুরু করলো যে টাকা না দিলে জমি ছিনিয়ে নিবে, এক সময় আমরা ভয় পেয়ে গেলাম, ভয়ে আবার টাকা লেনদেন করি,তার পরেও কেন আমার একমাত্র থাকার ঘরে ভেঙে নিয়ে গেলো, এখন আমি কোথায় যাবো? আমি সরকারের কাছে বিচার চাই।এ বিষয়ে ভিক্ষুকের ভাই ফুলবাড়িয়া থানায় একটি অঅভিযোগ করেন।