
Mymensingh Bd News24
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা (UDC)
মোঃ কামরুজ্জামান মাসুম মিয়ার নামে ধর্ষণের চেষ্টা অভিযোগে অভিযুক্ত করে এবং গ্রেফতার করে আদালতে পাঠায় ফুলবাড়িয়া থানা পুলিশ।
মিথ্যা মামলায় অভিযুক্ত মোঃকামরুজ্জামান মাসুম ২ নং পুটিজানা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃআব্দুল গফুরের ছেলে।
উদ্যোক্তা মাসুমের মিথ্যা মামলার কারনে ২নং পুটিজানা ইউনিয়নে চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
২নং পুটিজানা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ ছাইদুর রহমান রয়েল বলেন, মাসুম নিঃসন্দেহে ভালো ছেলে কারন মাছুম দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা (UDC) হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে, তাছাড়া মাসুমের পূর্বের কোন খারাপ রেকর্ড নাই।
মামলার পূর্বমূহুর্তে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নাহিদুল করিম মহোদয় এবং আমি মোঃ ছাইদুর রহমান রয়েল থানার দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ করি তদন্ত সাপেক্ষে যেনো ব্যবস্থা নেওয়া হয়।
আর এই মিথ্যা মামলা থেকে আমি আমার ২নং পুটিজানা ইউনিয়নের জণগণ এর পক্ষ থেকে(UDC) কামরুজ্জামান মাসুমের মুক্তি এবং মিথ্যা মামলা থেকে অব্যহতি দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি।
এই মিথ্যা মামলায় অভিযুক্ত করায় এবং গ্রেফতার করায় ২ নং পুটিজানা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের বিভিন্ন কাজের বিঘ্ন ঘটছে এমটাই বলছেন ইউনিয়নবাসী।