Mymensingh Bd News24 :
র্যাব-১৪,সিপিসি-১(জামালপুর)* ক্যাম্পের একটি আভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ি থানাধীন পূর্ব সমশ্চূড়া গ্রামস্থ মধুটিলা পার্ক এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম (৩২) কে *১ মার্চ ২০২৩ ইং তারিখ ২২:৩০ ঘটিকায়* গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত মোঃ রফিকুল ইসলাম (৩২)৩. উদ্ধারকৃত । বিদেশী মদ – ৩২ বোতল মোবাইল-০১টি (সিমসহ)অন্যান্য তথ্য।গত ০১/০৩/২০২৩ ইং তারিখ ২২:৩০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার নালিতাবাড়ী থানাধীন পূর্ব সমশ্চূড়া গ্রামস্থ মধুটিলা পার্কের দক্ষিণ পাশে জনৈক আজম এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ বিদেশী মদসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামী মোঃ রফিকুল ইসলাম (৩২), পিতা-মোঃ আঃ খালেক, সাং-বুরুঙ্গা, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর উক্ত আসামীর নিকট হইতে ৩২ (বত্রিশ) বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদ, ০১ টি বাটন মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করে। উদ্ধারকৃত আমদানি নিষিদ্ধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য = ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা।