Mymensingh Bd News24 :
বিশ্বকাপজয়ী আর্জেনটাইন গোলকিপার ইমিয়ানো মার্টিনেজ ১১ ঘন্টার ছোট্ট সফরে এসেছিলেন বাংলাদেশে। যাওয়ার সময় বাংলাদেশ কাপ্তান জামাল ভূঁইয়া তার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে থাকলেও আয়োজকদের অসচেতনতায় দেখা করতে পারেননি জামাল।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করেছেন অনেকেই। এই ঘটনাটি জেনেছেন মার্টিনেজ। আর তাই তো কোলকাতা ভ্রমন শেষে ফিরে যাওয়ার আগে জামাল ভূঁইয়াকে নিজের পরিহিত জার্সিতে অটোগ্রাফ এবং “চিয়ার্স জামাল” লিখে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মার্টিনেজ।