বিশেষ প্রতিনিধি
Mymensingh Bd News24 :
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়ে ময়মনসিংহে জেলা ও মহানগর যুবলীগের যৌথ উদ্যোগে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নগরীর রেলওয়ে স্টেশন কৃষ্ণচূড়া চত্বরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। মহানগর যুবলীগের আহবায়ক শাহীনুর রহমানের সভাপতিত্বে ও জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক আখেরুল ইমাম সোহাগ ও মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক রাসেল পাঠানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জুয়েল আরেং (এমপি)।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, আমোকসুর সাবেক ভিপি ও মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক সামিউল আমিন, সদস্য বজলুল করিম মীর, সৌরিন আরেং সেং, আজিজুর রহমান খান তামিম, শহিদুল ইসলাম কবির। উপস্হিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক এইচ. এম ফারুকসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশকে সফল করতে বিভিন্ন উপজেলা ও মহানগরের অন্তর্গত আওয়ামী যুবলীগের নেতা-কর্মীরা দলে দলে বিশাল মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে সমাবেশ স্থলে সমবেত হন ।
আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের অন্যতম সদস্য আসাদুজ্জামান খান রুমেল, মহানগর যুবলীগের অন্যতম সদস্য গোলাম মোস্তফা কামাল শামীম,যুবলীগের সদস্য শাহ্ আলমগীর জয়, মহানগর যুবলীগের সদস্য রাজিব খান, মহানগর যুবলীগের সদস্য সলিমুল্লাহ রসূল, যুবলীগ নেতা মারুফ মুন্নাসহ জেলা, মহানগর, সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ন আহবায়ক, সদস্য ও নেতা-কর্মীবৃন্দ।
সমাবেশপূর্বে গত ২১ জুলাই কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক সামিউল আমিন ও ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্মআহবায়ক এইচ এম ফারুক ত্রিশাল, মুক্তাগাছা ও ফুলবাড়ীয়া উপজেলা যুবলীগের সাথে মতবিনিময় করে।