1. mymensinghbdnews24@gmail.com : Mymensinghbdnews24.com : MYMENSINGHBD NEWS24
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর পিতা-মাতার সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ  আজ সারাদিন বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস অভিযানে গিয়ে সেনা কর্মকর্তা নিহত নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন কমিশনপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তাগণ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ঘাস কাটতে নিষেধ করায় প্রাণ গেলো এক যুবকের ময়মনসিংহের গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

ঢাকা প্রতিদিন বন্ধের চক্রান্তের প্রতিবাদে ময়মনসিংহে সাংবাদিকদের সমাবেশ ও স্বারকলিপি

  • Update Time : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৪৩ Time View

বিশেষ প্রতিনিধি,

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে লালিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার সমর্থক দৈনিক ঢাকা প্রতিদিন ধারাবাহিক ষড়যন্ত্রের শিকার। ৮ম ওয়েজবোর্ডে সর্বোচ্চ বিজ্ঞাপন রেটভূক্ত এ পত্রিকায় কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের লুটপাট ও বেশুমার সহায় সম্পদের বিবরণ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর পরই তিনি প্রভাব খাটিয়ে পত্রিকাটির ডিক্লিয়ারেশন ও ডিএফপি’র তালিকাভুক্তি বাতিল কুটকৌশল করেন। উচ্চ আদালতের কৃপায় পত্রিকাটি আবার সচল করতেই উক্ত কাস্টমস কর্মকর্তা আবারও পত্রিকাটি বন্ধ করার পায়তারা চালানোসহ সম্পাদককে নানারকম হুমকি ধমকি দিয়ে চলছেন। অনেক পরিবারের রুটিরুজির প্রতিষ্ঠান ঢাকা প্রতিদিনকে রক্ষা করাসহ দাপুটে ওই কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবিতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রতিবাদ সভা ও স্বারকলিপি প্রদান করে। রবিবার সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে প্রায় শতাধিক সংবাদকর্মী এই প্রতিবাদ সভা করেন। সভায় দুর্নীতিবাজ কাস্টমস কর্মকর্তা ডঃ তাজুল ইসলামের বিরুদ্ধে উচ্চ আদালতের নির্দেশে দুদক ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তারা আরো বলেন, এ প্রভাবশালী কর্মকর্তাকে চাকরিতে বহাল রাখাবস্থায় চলমান এ তদন্ত প্রভাবিত হওয়ার আশংকা রয়েছে। এ অবস্থায় তাকে সাময়িক বরখাস্ত করে নিরপেক্ষ তদন্ত সম্পন্ন করতে ময়মনসিংহ সাংবাদিক সমাজ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সভায় ঢাকা প্রতিদিন পত্রিকার উপদেষ্টা সম্পাদক সাইদুর রহমান রিমন, ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি এম এ আজিজ, দৈনিক আলোকিত সকালের ময়মনসিংহ প্রতিনিধি বদরুল আমীন, নিউজ মেইল পত্রিকার ময়মনসিংহ প্রতিনিধি তাজুল ইসলাম বাবু, ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঢাকা টাইমস ময়মনসিংহ প্রতিনিধি জয়নাল আবেদীন, আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক কামরুল হাসান, আমাদের সময়ের ময়মনসিংহ প্রতিনিধি নজরুল ইসলাম, আজকের বসুন্ধরার চীফ ক্রাইম রিপোর্টার শিবলী সাদিক খান, দৈনিক স্বজন পত্রিকার বার্তা সম্পাদক মোঃ কামাল হোসেন, স্বদেশ সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার রঞ্জন মজুমদার শিবু, দৈনিক পয়গাম পত্রিকার ওয়াহিদুজ্জামান আরজু, ৭৫ বাংলাদেশের সম্পাদক মাইন উদ্দিন উজ্জল, ময়মনসিংহ প্রতিদিনের স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া পলাশ, জামালপুর মডেল প্রেসক্লাব কার্যকরী সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ, ডেইলি শেরপুর পত্রিকার সম্পাদক মনিরুজ্জামান মনির, আশুলিয়া রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন মহাসচিব নুর আলম সিদ্দিকী মানু, জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর জেলা কমিটির জনকল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম, ভালুকা প্রতিনিধি রফিকুল ইসলাম, বকশীগঞ্জ সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এইচএম মুসা আলী, দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি রুহুল আমিন, ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলামসহ বিভাগীয় শহরের বিভিন্ন দৈনিকে কর্মরত সাংবাদিক ও বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

All rights reserved © 2024 mymensinghbdnews24

Desing & Developed BYServerNeed.com