নিজস্ব প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে ৪ নভেম্বর ২০২৩ইং শনিবার সকালে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধ সংগঠক,গণপরিষদ সদস্য,সরকারি প্রতিশ্রুতি সম্পকিত সংসদীয় কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব এডভোকেট মোসলেম উদ্দিন এমপি মহোদয়।আলোচনা সভার সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ( ভূমি) সেলিনা আক্তার।
উপস্থিত ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা সমবায় অফিসার জনাব মোঃজাহাঙ্গীরআলম,মুক্তিযুদ্ধা নূরুল ইসলাম, ফুলবাড়ীয়া থানার সাব ইন্সপেক্টর আরিফ,ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান খান,রাধাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া শিমুল প্রমূখ।