MYMENSINGH BD NEWS24 :
আজ ১৪ ডিসেম্বর, ২০২৩ইং বৃহস্পতিবার “শহীদ বুদ্ধিজীবী দিবস”। আজকের এই বিশেষ দিনে জাতির সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলা সদরস্থ থানাঘাটে অবস্থিত বধ্যভূমির শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচির আয়োজন করা হয়।
প্রথমেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে মোমবাতি জ্বালিয়ে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জনাব উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অভিভাবক সম্মানিত ডিআইজি জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম (বার) মহোদয়, জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, ময়মনসিংহ, ময়মনসিংহ জেলা পুলিশের অভিভাবক জনাব মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়, ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।