মোঃ গোলাম মোস্তফা
বিশেষ প্রতিনিধি:
ফুলপুরে ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার খতমে কুরআনে কারিম ও খতমে বুখারী শরীফের দু’আ উপলক্ষে ১০৫ তম বড় সভা আগামী শুক্রবার এই উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।
শুক্রবার (২৬ জানুয়ারি) বাদ জুম্মা মাদ্রাসা প্রাঙ্গণে এ সভা শুরু হবে।খতমে বুখারীর দোয়া মুনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে আয়োজন।এতে দেশ বরেণ্য উলামায়ে কেরাম ওয়াজ করবেন।
প্রজেক্টরের মাধ্যমে বক্তার চেহারা দেখে বয়ান শোনার ব্যবস্থা করা হয়েছে।গতবারের মতো এবারো ১২টি প্রজেক্টরের ব্যবস্থা থাকবে।থাকবে আলোক অণুবীক্ষণ যন্ত্র।সভাটিতে লাখো ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।তাই নিরাপত্তার জন্য কাজ করবে ফুলপুর থানা পুলিশের বিশেষ টিম।
কেউ হারিয়ে গেলে বা কোন জিনিস পেলে হারানো জিনিষ জমা দিতে হয় থাকবে অনুসন্ধান কক্ষ।কেউ অসুস্থ হলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য থাকবে ডাক্তারের ব্যবস্থা।আয়োজক কমিটির পক্ষ থেকে পালাক্রমে ডিউটি করবেন,বিশেষ স্বেচ্ছাসেবক টিম
সবাইকে যিকিরের সাথে দলে দলে সভায় যোগদানের জন্য আহ্বান জানিয়েছেন মাদ্রাসাটির মুহতামিম হযরত মাওলানা ওয়াইজ উদ্দিন আহমেদ।
উল্লেখ্য যে বালিয়া সভা ঘনিয়ে এলেই পুরো এলাকাজুড়ে এক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে,বালিয়া ও এর আশপাশ এলাকার বাসিন্দা যারা চাকরি বা ব্যবসা উপলক্ষে দূরে থাকেন এ উপলক্ষে তারা ছুটি নিয়ে বাড়িতে চলে আসেন।১/২ দিন আগে থেকেই তাদের ঘরে ঘরে বেড়ে যায় আত্মীয় স্বজনের আনাগোনা।