নিজস্ব প্রতিনিধি :
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন অটিজম এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. সায়মা ওয়াজেদ পুতুল। আজ ২৩ জানুয়ারি, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থাটির সর্বোচ্চ নীতিনির্ধারণী সভায় এই নিয়োগ অনুমোদিত হয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ড. সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। ২০২৩’র ১ নভেম্বর, ভারতের নয়া দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে নির্বাচিত হন ড. সায়মা ওয়াজেদ। বাংলাদেশের পক্ষে এই অসামান্য অর্জনে ড. সায়মা ওয়াজেদকে স্বাস্থ্য অধিদপ্তর’ বাংলাদেশ এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।