
MYMENSINGH BD NEWS24 :
২ মার্চ ২০২৪, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় খুলনার রূপসা সেতুর কাছে ‘রিভারভিউ কোস্টাল পার্ক এন্ড ক্যাফে’ থেকে রাজীব নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, সেখানে একটি নাগরদোলার কিছু অংশ ভেঙ্গে প্রায় ঘন্টাখানেক ধরে বিকল হয়ে থেমে আছে। কলার আরও জানান, নাগরদোলায় প্রায় ১৫/২০ জন নারী ও শিশু ৪০/৫০ ফিট উঁচুতে আটকে আছে, ভয়ে ও আতঙ্কে তারা কান্নাকাটি করছে। তিনি দ্রুত জরুরি উদ্ধার সহায়তার অনুরোধ জানান।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল লাইলাতুল জাইজা । কনস্টেবল জাইজা তাৎক্ষণিকভাবে খুলনার টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনে ঘটনাটি দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। পরবর্তীতে ৯৯৯ ফায়ার ডেসপাচার ফায়ার ফাইটার মোঃ মেহেদি হাসান সুমন কলার এবং সংশ্লিষ্ট ফায়ার সার্ভিস স্টেশনের সাথে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার খোঁজখবর নিতে থাকেন।
সংবাদ পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে টার্ন ট্যাবল হাইড্রলিক ল্যাডারের সাহায্যে ১০ জন শিশু, ৩ জন নারী ও ২ জন পুরুষ, মোট ১৫ জনকে নিরাপদে উদ্ধার করে নীচে নামিয়ে আনে। এ ঘটনায় কোন হতাহত নেই।
টুটপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডিং অফিসার জনাব মোঃ ফারুক হোসেন শিকদার ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করেন।