Mymensingh Bd News24:ভারতে পুররোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক রাসুল (সা:)কে অবমাননার প্রতিবাদে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় রাসুল (সা:) এর প্রেমিক ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০১ অক্টোবর) বেলা ১১ টায় ফুলবাড়ীয়া উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় আশেকে রাসুল মোহাম্মদ (সা:) উম্মাহের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ কর্মসূচিতে বক্তারা বক্তব্যে বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)কে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন,এই ধরনের মন্তব্য মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। মহানবী (সা:)কে নিয়ে কটূক্তি বা অবমাননাকর বক্তব্য ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং আপত্তিকর। যখন এই ধরনের মন্তব্য ভারত বা অন্য কোনো দেশে প্রচারিত হয়, তখন তা মুসলিম সম্প্রদায়ের মধ্যে গভীর ক্ষোভ ও ক্ষতের সৃষ্টি করেছে।বক্তরা আরও বলেন, মুসলমানরা তাদের ধর্মীয় নেতাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল।এধরনের আপত্তিকর মন্তব্য কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়। তাই আমরা ভারত সরকারের কাছে এ ধরনের মন্তব্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি। রাসুল (সা:) কে অবমাননাকর বক্তব্যের দায়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানের কঠোর বিচার দাবি করেন। ভারতের হিন্দু পুরোহিত ও ক্ষমতাসীন বিজেপি সংসদ সদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান বক্তরা।এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার প্রায় সকল স্কুল,কলেজ ওমাদ্রাসার সকল শিক্ষার্থী,শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম ও সাধারণ মুসুল্লী অংশ নেন।