করোনা মোকাবিলায় সম্মুখযোদ্ধা হিসেবে সেনাবাহিনীকে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সেনা সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সদস্যদের উদ্দেশে চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা ও ঘূর্ণিঝড় আম্পানসহ নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এসব বিষয় নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনা প্রধান তার বক্তব্যে উল্লেখ করেন যে প্রধানমন্ত্রী করোনা মোকাবিলায় যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা সৈনিক এবং এ যুদ্ধে আমরা নিয়োজিত থেকে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের কল্যাণে আত্ম নিবেদন করছি।
দেশের এ ক্রান্তিকালে সেনাবাহিনীকে জনগণের সেবায় আত্মনিয়োগের সুযোগ দেওয়ায় সেনা প্রধান সেনাবাহিনীর সব সদস্যের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
তিনি করোনা মোকাবিলায় নিয়োজিত সেনাবাহিনীর সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী তথা সব পদের সদস্যদের কঠোর পরিশ্রম ও মানবিক দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রসংশা করেন। একই সাথে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্তদের সাহায্যে নিরলস প্রচেষ্টার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।