স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এ বছর কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক অনলাইন সভায় এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, করোনার এই দুর্যোগে রাজধানীসহ দেশের অন্যান্য এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে নির্দিষ্ট স্থানে পশুর হাট বসানো হবে। প্রতিটি পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি হাত ধোয়ার ব্যবস্থা ও জীবাণুনাশক স্প্রে করা হবে।
সভায় ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ অন্যান্য সিটি করপোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।