
নিজস্ব প্রতিনিধি :১১ মার্চ মঙ্গলবার ২০২৫ইং ময়মনসিংহ মেডিকেল কলেজের সামনে’মেডিকেল শিক্ষার্থীরা’মর্যাদার লড়াইয়ে আন্দোলনে করেন। এসময় শিক্ষার্থীদের সাফ কথা এসএসসি পাশ করে কেউ নামের পাশে ‘ডাক্তার” লিখতে পারবেনা।
আগামীকাল বুধবার আদালতের রায় হওয়ার কথা রয়েছে,তারা বলেন আদালতের রায় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষে না আসলে আরো কঠিন কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।তাদের দাবি এস এস সি পাশ করে কেউ নামের পাশে’ডাক্তার” লিখতে পারবেনা আন্দোলনের মাধ্যমে মমেক শিক্ষার্থীরা কঠিন হুশিয়ারি দিয়েছেন।
https://www.woi.link/x5cq7ix