
নিজস্ব প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় স্থানীয় গাংপাড় জামে মসজিদে ইফতার খাবার যাওয়ার সময় তিন বছর দুই মাস বয়সের এক শিশু ধর্ষণের স্বীকার হয়েছে। ধর্ষণের স্বীকার শিশুর বাড়ীর পার্শ্ববর্তী সুলতান মিয়ার ছেলে মুন্নাফ (১৪) মঙ্গলবার (১৮মার্চ)২০২৫ইং স্থানীয় গাংপাড় মসজিদে ইফতার খাবার যাওয়ার সময় মসজিদের দক্ষিন পাশে গভীর নলকূপের ড্রেনে শিশুকে ধর্ষণ করে।বুধবার (১৯, মার্চ) ধর্ষণের স্বীকার শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুর মা বাদী হয়ে ফুলবাড়ীয়া থানায় অভিযোগ দিলে পুলিশ ধর্ষক মুন্নাফ’কে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রুকুনুজ্জামান।