স্বাধীনতা পদকপ্রাপ্ত গীতিকবি প্রয়াত নয়ীম গহরের পরিবারের প্রতি আবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তাঁর পরিবারের সদস্যদের পাঁচ লাখ টাকার অনুদান দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা দেওয়া ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ এবং ‘নোঙর তোলো তোলো সময় যে হলো হলো’ কালজয়ী এ দুটি গানের গীতিকবি নয়ীম গহর।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী পরিবারটিকে একটি প্লট অথবা ফ্ল্যাট প্রদানের জন্যও সংশ্লিষ্ট মহলকে নির্দেশনা দিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী তাঁর কর্মকর্তাদের মাধ্যমে অনুদানের পাঁচ লাখ টাকা নয়ীম গহরের অসুস্থ স্ত্রী রাজিয়া গহরের উত্তরার বাড়িতে পাঠিয়ে দেন।