পথ শিশুদের নিয়ে কেককাটা ও বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে উদযাপিত হলো বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন।
শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের জন্মদিন উপলক্ষে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা গোলাম রাব্বানী পাপ্পু ও আবদুল হাকিম তানভীর এর উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে পথশিশুদের নিয়ে কেককেটে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয়।
এছড়া রাজধানীর বিভিন্ন মসজিদে আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়ে, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।