ময়মনসিংহ বিডি নিউজ২৪
নিজস্ব সংবাদদাতাঃ
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে
একের পর এক মানবিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় আবারো মুস্তাকিম নামের ১২ বছরের এক অবুঝ শিশুকে তার স্বজনদের হাতে তুলে দিয়ে মানবিকতার স্বাক্ষর রাখল মুক্তাগাছা থানা পুলিশ ।
থানাসূত্রে জানাযায়,
মুস্তাকিম নওগাঁ জেলার রানীর নগর উপজেলার বোহার গ্রামের বায়েজিদ মিয়ার সন্তান। মুস্তাকিম ঘরের কাজ না করায় পিতা বায়োজিদ মিয়া তাকে শাসন করে। মুস্তাকিমের পিতা বায়োজিদ মিয়া তাকে শাসন করার ফলে গত ১৬ ই জুলাই বৃহস্পতিবার রাগ করে বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে আসে। গত ১৮ জুলাই রাত প্রায় ১১:০০ ঘটিকার সময় মুক্তাগাছা থানার এ এস আই ইউসুফ আলী ভাভকির মোড়ে ছেলেটিকে দেখতে পেয়ে নাম ঠিকানা জানতে চাইলে সঠিকভাবে বলতে না পারায় এএস আই ইউসুফ ওসি বিপ্লব কুমার বিশ্বাসকে বিষয়টি অবহিত করেন এবং ওসি বিপ্লব কুমার বিশ্বাস ছেলেটিকে থানায় নিয়ে আসে। থানায় নিয়ে আসার পর ওসি তার ঠিকানা জানতে চাইলে ছেলেটি জানায় তার থানার নাম আদমদীঘি জেলা বগুড়া। রাতেই মুক্তাগাছা থানার পক্ষ থেকে ওসি বিপ্লব কুমার বিশ্বাস আদমদীঘি থানায় যোগাযোগ করেন এবং আদমদীঘি থানা থেকে জানতে পারেন বোহার গ্রামটি নওগাঁ জেলার রাণীনগর থানায় অবস্থিত এবং রাণীনগর থানায় যোগাযোগ করেন মুক্তাগাছা থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস । অবশেষে ছেলেটির অভিবাবকদের খোঁজে বের করে তাদের সাথে কথা বলেন মুক্তাগাছা থানার ওসি।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মুস্তাকিমকে তার বাবা শাসন করায় রাগ করে বাড়ি থেকে চলে আসে মুক্তাগাছায়। এএসআই ইউসুফ ছেলেটি দেখে নাম ঠিকানা জিজ্ঞেস করলে কিছু বলতে না পারার আমাকে বিষয় টি জানায়।তাৎক্ষণিক এএসআই ইউসুফকে বলি ছেলেটিকে থানায় নিয়ে আসতে। এএসআই ইউসুফ ছেলেটি থানায় নিয়ে আসার পর তার কাছ থেকে ঠিকানা নিয়ে আমদীঘি থানায় যোগাযোগ করে জানতে পারি বোহার গ্রাম রানীনগর থানায় অবস্হিত। পরবর্তীতে রানীনগর থানায় যোগাযোগ করে অবশেষে মুস্তাকিমের স্বজনদের সাথে কথা বলি। তাদের সাথে কথা বলে বুঝতে পারি ছেলেকে হারিয়ে ছেলেটির পিতা-মাতার পাগলপ্রায় অবস্থা।
গত ১৯ জুলাই রবিবার দুপুরে ছেলেটি দাদা আশরাফ আলী এবং বোন জামাই মুক্তাগাছা থানায় আসেন এবং একটি আনন্দঘন পরিবেশে তাদের হাতে মোস্তাকিম কে তুলে দিতে পারি আমরা। যার সবকিছুই সৃষ্টি কর্তার ইচ্ছায় সম্ভব হয়েছে।
মুস্তাকিমের স্বজনরা বলেন, মুস্তাকিম কোন প্রতারক চক্রের হাতেও পড়তে পারতো এবং এমন ঘটনা সচরাচর হচ্ছেও। আল্লাহর অসীম দয়ার কারণে হয়তো মুক্তাগাছা থানা পুলিশের সাথে দেখা হয়েছিল বলেই মুস্তাকিমকে আমরা খুব সহজেই ফিরে পেলাম। তারা ওসি বিপ্লব কুমার বিশ্বাসের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানান এবং মুক্তাগাছা থানার সকল পুলিশ সদস্যদেরকেও ধন্যবাদ জানান।