1. mymensinghbdnews24@gmail.com : Mymensinghbdnews24.com : MYMENSINGHBD NEWS24
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর পিতা-মাতার সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ  আজ সারাদিন বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস অভিযানে গিয়ে সেনা কর্মকর্তা নিহত নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন কমিশনপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তাগণ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ঘাস কাটতে নিষেধ করায় প্রাণ গেলো এক যুবকের ময়মনসিংহের গৌরীপুর আর্মি ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক বন্যার্তদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন সাজেকে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়িতে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

জীবিত ব্যক্তি কে মৃত,আর ভাল মানুষকে পঙ্গু: আইন ভঙ্গকারী ইউপি সদস্য`র আজব কান্ড।

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৭৭ Time View

ময়মনসিংহের ফুলাবাড়িয়া উপজেলার ৯ নংএনায়েত পুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য রইছদ্দিন ওরফে (দুদু) এক জীবিত ব্যক্তিকে মৃত সার্টিফিকেট ও একজন ভালো মানুষকে পঙ্গু বানিয়ে সরকারি সুবিধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। একই ওয়ার্ডের আলম নামের এক ব্যক্তির অভিযোগ সূত্রে জানাযায়, এই দুদু মেম্বার ১/৯/২০১৮ তারিখ তার পিতা শওকত আলীর বয়স্ক ভাতা যার কার্ড বহি নং- ০২/১ হিসাবনং- ৩৩০২১০০৩০২৪৫৫ সাবেক ২৪৫৫। বই বাতিল করার জন্য মৃত্যু সার্টিফিকেট দিয়ে বই হাতিয়ে নিয়েছে অথচ শওকত আলী এখনো বেঁচে রয়েছেন যা সময়ের সবচেয়ে ন্যাকার জনক ঘটনা।ঐ দিকে আরেক অভিযোগ সূত্রে জানাযায়, আব্দুল হাইএকই ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল হাই সুস্থ রয়েছেন। দুদু মেম্বার এলাকায় নির্বাচনী সুবিধা নিতে আব্দুল হাই মেম্বারকে পঙ্গু বানিয়ে দীর্ঘদিন যাবৎ সরকারি সুবিধা দিচ্ছেন।
এ বিষয়ে মৃত সার্টিফিকেট দেওয়া শওকত আলীর সাথে কথা বললে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন এবং এই ঘটনার জন্য প্রধান মন্ত্রীর কাছে দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে বিচার কামনা করেছেন। পরে ১৪সেপ্টেম্বর দুপুরের সরকারি সুবিধা ভোগী আব্দুল আব্দুল হাই মেম্বারের সাথে স্বাক্ষাত করে জানা যায় সে সুস্থ রয়েছেন স্বাভাবিক ভাবে চলাফেরা করছেন। ইউপি চেয়ারম্যান কবির হোসেনের সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান, আমরা কক্সবাজারে রয়েছি। এলাকায় এসে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করবো। বিষয়টি যখন এলাকায় তুলপার শুরু হলে মুঠোফোনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান, ঐ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারের অনেক দূর্নীতি রয়েছে। তারা মৃতকে জীবিত, স্বামী থাকতে বিধবা, আর সুস্থ ব্যক্তিকে পঙ্গু বানিয়ে সরকারি অর্থ লুট করে যাচ্ছেন। বিষয়টি আমার কাছে অভিযোগ রয়েছে। এসম্পর্কে মোঠো ফোনে রইচ উদ্দিন দুদু মিয়া বলেন আমি দুইবারের নির্বাচিত মেম্বার, এই কাজগুলি আমার দ্বারায় হয়নি। আমি ঘটনার কোন কিছুই জানিনা।

এলাকবাসী ময়মনসিংহ বিডি নিউজ২৪ কে বলেন, চাইলে প্রশাসন  কঠিন বিচার করতে পারে আমরা বিচার চাই।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category

All rights reserved © 2024 mymensinghbdnews24

Desing & Developed BYServerNeed.com