আকিফ নাওয়াব
বিলাসিতা আর মানবিকতা যখন একে অন্যের বিপরীত মুখী হয়ে যায়- তখন বিপদ ঘনিয়ে আসা সময়ের ব্যাপার মাত্র।
বলছিলাম ঘূর্ণিঝড় বুলবুলের ফলে সুন্দরবনে সৃষ্ট হওয়া ভয়াবহ ক্ষতি নিয়ে।
পূর্ববর্তী সকল ঘূর্ণিঝড়ের চেয়ে মাত্রাতিরিক্ত এই ঝড় যে তাঁর সম্পুর্ন শক্তি যে কাজে লাগাতে পারেনি – তার বড় প্রমাণ আমাদের এই সুন্দরবন!!
পৃথিবীর একমাত্র এই ম্যানগ্রোভ ফরেস্টই আমাদের বাঁচিয়ে দিয়েছে তার পুরোটা উজার করে।
সুন্দরবনের মোট আয়তনের ৪০শতাংশই ঋড়ের কবলে মৃতপ্রায়।
প্রাণিকুলের অবস্থা তো আরো অশোচনীয়।
অথচ সেই আমরাই কিনা চাই সেই সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র বানাতে…
হায়রে মানুষ!
একেই বোধহয় বলে অকৃতজ্ঞতা।
কবে যে মানুষের বোধদয় হবে…..
এ ব্যাপারে সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি; কেননা এখনই সময় প্রকৃতির অমূল্য এই সম্পদ সুন্দরবন রক্ষার্থে সোচ্চার হওয়া, নইলে শেষ মুহুর্তে এসে কপাল চাপড়ে বলতে হবে- দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলাম না😭