ময়মনসিংহ বিডি নিউজ২৪
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এম পি মহোদয় আজ ২৪/১০/২০২০ইং তারিখে মধুপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মধুপুর উপজেলা পরিষদের অর্থায়নে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান এবং ধর্ম মন্ত্রণালয় হতে দুস্থ জনগণের প্রাপ্ত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গণি, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, মধুপুর পৌরসভার মেয়র মো. মাসুদ পারভেজসহ অন্যান্য কর্মকর্তাগণ ও মধুপুর উপজেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ।