
অনলাইন :ঢাকা, ২৩ মার্চ ২০২৫ (রবিবার): ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত Mr. Yousef S. Y. Ramadan এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সেনাপ্রধান ফিলিস্তিনের গাজায় চলমান নির্মম সহিংসতা ও হত্যাকাণ্ডের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং ফিলিস্তিনে চলমান সংকটের দ্রুত অবসান কামনা করেন। মান্যবর রাষ্ট্রদূত ফিলিস্তিনের ক্যাডেট ও সামরিক কর্মকর্তাদের বাংলাদেশ মিলিটারি একাডেমি এবং অন্যান্য সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ প্রদান করায় বাংলাদেশ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Ambassador of Palestine H.E. Mr. Yousef S. Y. Ramadan’s Courtesy Call on with the Chief of Army Staff
Dhaka, 23 March 2025 (Sunday): A delegation led by Ambassador of Palestine H.E. Mr. Yousef S. Y. Ramadan paid a courtesy call on to the Chief of Army Staff at the Army Headquarters today. In addition to exchange of mutual greetings, Chief of Army Staff expressed deep sorrow and condolences over the ongoing violence and killings in Gaza, and conveyed his hope for a prompt resolution to the prevailing crisis in Palestine. The Ambassador expressed his sincere gratitude to Bangladesh for providing training opportunities to Palestinian cadets and military officers at Bangladesh Military Academy and other military training institutions.