
MBN24 ONLINE :
২০/০৪/২০২৫ খ্রি: তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কর্যালয় ময়মনসিংহ এর একটি চৌকস টিম উপপরিচালক জনাব মো: আনোয়ার হোসেন এর নেতৃত্বে তারাকান্দা থানাধীন মোজাহারদী এলাকায় অভিযান পরিচালনা করে মো: দেলোয়ার হোসেন (৪৮), তার স্ত্রী সূর্বণা (৪০) ও তার শাশুড়ী হুসনা (৬০) নামীয় ০৩ জন আসামী কে ৪,৮১৫ (চার হাজার আটশত পনের) পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোবাইলফোন ও মাদক বিক্রিত নগদ ৭,০০০/- টাকা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ময়মনসিংহ গ্রেফতার করে। আসামীদের বিরুদ্ধে ক” সার্কেলের পরিদর্শক জনাব মুহাম্মদ আমিনুল কবির বাদী হয়ে তারাকান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। আটককৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য- ১৪,৪৪,৫০০/- টাকা।