
নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক আখালিয়া নদীর খনন কাজ চলমান রয়েছে। সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা কেন্দ্রীয় যুবদল নেতা, ফুলবাড়ীয়ার জনপ্রিয় বিএনপি নেতা,ময়মনসিংহ ০৬ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল করিম সরকার বলেন এই আখালিয়া নদী খননের মাটি দ্বারা এবং একটা প্রকল্পের আওতায় ভালুকজান ব্রিজ হতে আমতলি মোড় পর্যন্ত একটা ওয়াক ওয়ে / প্রশস্ত রাস্তা নির্মান করা হলে ফুলবাড়িয়া পৌরবাসীর যেমন করে প্রধান সড়কের জ্যাম এড়িয়ে চলাচল করা সহজ হবে, তেমনিভাবে মানুষের বিনোদনের জন্য বসার স্থান ও আধুনিকায়ন প্রকল্পের মাধ্যমে একটি পরিশীলিত পার্কের কাজ সম্পন্ন করা যেতে পারে। পৌর সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র -ছাত্রীদের শহরের মেইন রোডের জ্যাম এড়িয়ে নিরাপদে চলাচল করা ও মানুষের হাঁটা -হাঁটির উপযোগী স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা বর্তমান বাস্তবতায় আমাদের একান্তই অপরিহার্য হয়ে পড়েছে। যেহেতু আমি একটি প্রধান রাজনৈতিক দলের কর্মী। সেই হিসেবে আমি আমার প্রিয় ফুলবাড়িয়া উপজেলা বাসী দেরকে আশ্বস্ত করতে চাই, আমার দল – বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি) আগামী দিনে অতীতের ন্যায় – অত্র উপজেলার বিভিন্ন রাস্তা -ঘাট, স্কুল -কলেজ, মসজিদ -মাদ্রাসা, হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় সহ সকল ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখে ফুলবাড়িয়া উপজেলা কে একটা মডেল উপজেলায় রূপান্তরিত করার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাব, ইনশাআল্লাহ। ফুলবাড়িয়ার সর্বস্তরের মানুষের দাবি পূরনে একাত্মতা প্রকাশ করছি। মানববন্ধন সফল করতে আমি উপস্থিত থাকবো ইনশাআল্লাহ্।”শুধু একাত্মতা প্রকাশ নয়,অবিলম্বে “ভালুকজান ব্রিজ হতে আমতলি মোড় পর্যন্ত একটা ওয়াক ওয়ে জরুরি বাস্তবায়ন চাই”